প্রকাশ্য বিশালগড় বাজারে বিএসএফ’র গাড়ি ভাঙচুর।জওয়ানদের উপর এলোপাথারি আক্রমণে তীব্র উত্তেজনা।ঘটনার শুক্রবার সকালে বিশালগড় নিউমার্কেট এলাকায়।জানা গেছে এদিন সকালে কামথানার দিক থেকে গরু বোঝাই গাড়ি বিশালগড়ের দিকে আসছিল।ওই সময় কামথানা বিওপি’র জওয়ানরা গাড়িটিকে আটকানোর চেষ্টা করে।কিন্তু গরু বোঝাই গাড়ি না দাঁড়িয়ে বিশালগড়ের দিকে ছুটতে থাকে।এরই মধ্যে গরু বোঝাই গাড়িটি বিশালগড় বাজারে একটি মারুতি ও টমটমকে ধাক্কা দিয়ে নিউ মার্কেটের সাপ্তাহিক গরু বাজারে পৌঁছে যায়।এরই মধ্যে পেছনে ধাওয়া করতে করতে বিএসএফ’র গাড়ি সহ জওয়ানরা নিউমার্কেট বাজারে পৌঁছতেই গরু কারবারিরা গাড়ি ভাঙচুর সহ বিএসএফ জওয়ানদের উপর আক্রমণ করে।এতে আহত হয়েছেন পাঁচজন বিএসএফ জওয়ান।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিএসএফের উচ্চপদস্থ আধিকারিকসহ বিশালগড় থানার পুলিশ।

































