<em><strong>রবিবার গভীর রাতে পুলিশের হাতে আটক দুই মানব পাচারকারী।গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোনামুড়া থানা ও বিএসএফের সহযোগিতায় আগরতলা জিআরপি থানার পুলিশ সোনামুড়ার মতিনগর এলাকা থেকে শহীদ মিয়া ও ফাইচাল মিয়াকে জালে তুলতে সক্ষম হয়েছে।</strong></em>