<p dir="ltr"><em><strong>বৃহস্পতিবার আগরতলা রেল স্টেশন পুলিশের হাতে আটক দুই বাংলাদেশী মহিলা।তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে ট্রেনে</strong></em> <em><strong>বহিঃরাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে আসে।আটককৃতরা হল নদীয়া আক্তার মিম (১৯) ও রুপালি আক্তার (৩৮)।</strong></em></p>