মঙ্গলবার আগরতলা রেল স্টেশন পুলিশের হাতে আটক চার বাংলাদেশী।গোপন সূএের খবরের ভিত্তিতে এদিন জিআরপি,আরপিএফ ও বিএসএফ যৌথ তল্লাশি অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়েছে।আটকৃতরা হল মোহাম্মদ রহমান(৩৫)বাড়ি বাংলাদেশের নোয়াখালী জেলায়,মোহাম্মদ শাহিন (২৪) ও মোহাম্মদ ইয়াসিন (২৩) বাড়ি বাংলাদেশের খুলনা জেলায় এবং মোহাম্মদ জিয়াদ শেখ (১০) বাড়ি বাংলাদেশের বাগেরহাট জেলায়।