গত ১৯ জুলাই বিশালগড় বাইপাসে দিনেদুপুরে সংঘটিত অপহরণ কান্ডের মূল অভিযুক্তদের অবশেষে জালে তুলতে সক্ষম হল বিশালগড় থানার পুলিশ।ঐদিন অপহরণের খবরটি সংবাদ মাধ্যমে প্রকাশ হতেই টনক নড়ে পুলিশের।ঘটনার তিন দিন পর শুক্রবার অভিযুক্ত চার যুবককে গ্রেফতার করে বিশালগড় থানার পুলিশ।অভিযুক্তরা হল বিশালগড় মহকুমা শাসক কার্যলয় সংলগ্ন এলাকার প্রদীপ দেবনাথের ছেলে রনবীর দেবনাথ,অফিস টিলা গোডাউন পাড়া এলাকার অরুন ভট্টাচার্যীর ছেলে দেবকমল ভট্টাচার্যী,নমপাড়া এলাকার জয়দেব নম:র ছেলে সুরজ নম এবং তাপস নম:র ছেলে প্রসেঞ্জিৎ নম।বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক পান্না লাল সেন জানান বিশালগড় থানার পুলিশ বৃহস্পতিবার একটি অভিযোগের ভিত্তিতে 365/325/34 IPC ধারায় একটি মামলা হাতে নেয় যার নম্বর BLG PS 79/2023।মহকুমা পুলিশ আধিকারিক পান্না লাল সেন জানান পুলিশ ঘটনার তদন্ত করে দেখছে এই অপহরণ কাণ্ডে আর কারা কারা জড়িত।এই অপহরনের ঘটনায় যারাই জড়িত রয়েছে প্রত্যেকের বিরোদ্ধেই আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।পাশাপাশি এই চার জনকে শুক্রবার বিশালগড় মহকুমা আদালতে তোলা হয়েছে বিশালগড় থানার পুলিশের পক্ষ থেকে।