নতুন বছরের প্রথম রবিবার সিপাহীজলায় পিকনিক করতে এসে গাড়ি গভীর খাদে পড়ে গুরুতর আহত ১০ জন।আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তর কর্মীরা।খবর নিয়ে জানা গেছে রবিবার সকালে মেলাঘর থেকে নিজস্ব পন্যবাহী গাড়ি টাটার ৭০৯ ট্রাক গাড়িতে করে সিপাহীজলা পিকনিক করতে আসে পরিবারের ছোট শিশুসহ মোট পনের জন।দুপুর নাগাদ পিকনিক স্পটে বনভোজন করে আনন্দ ফুর্তি শেষে পরিবারের সকল সদস্যরা জিনিসপত্র গুছিয়ে ট্রাক গাড়িতে তুলে নিজেরাও গাড়িতে উঠে বসে বাড়িতে রওনা হওয়ার জন্য।ঠিক অন্তিম মুহূর্তে ট্রাক গাড়ির ড্রাইভার পেছনের চাকায় লাগানো জাম কাঠটি সরানোর জন্য পেছনে আসে।এটি সরানোর সঙ্গে সঙ্গেই ট্রাকগাড়িটি সোজা পেছনের দিকে রওনা হয়।এবং কম করেও ৪০ থেকে ৫০ ফুট গভীর খাদে গিয়ে পড়ে পরিবারের সকল সদস্য সমেত।শুরু হয় চিৎকার চেঁচামেচি।এগিয়ে আসে পিকনিক করতে আসা অন্যান্য লোকজন সহ কর্তব্যরত পুলিশ কর্মীরা।খবর পাঠানো হয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে।তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছলে সকলের সহযোগিতায় আহতদেরকে উদ্ধার করে পৌঁছানো হয় বিশালগড় মহকুমা হাসপাতালে।আহতরা হল ভানুলাল সাহা,দেবুলাল সাহা,পিঙ্কি সাহা,শঙ্কর রায়,সানিয়া সাহা,অম্বিকা রায়,তানিয়া সাহা,শঙ্করি সাহা,সায়ন সাহা।অন্য আরও দুজন অল্পবিস্তর আহত হলেও তারা হাসপাতালে আসতে অনিচ্ছা প্রকাশ করে।এদিকে বিশালগড় মহকুমা হাসপাতালে আহতদের প্রাথমিক চিকিৎসার পর তিনজনকে হাপানিয়াস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজে রেফার করে কর্তব্যরত চিকিৎসকরা।ফলে নতুন বছরের শুরুতেই সিপাহীজলায় এ ধরনের দুর্ঘটনায় রীতিমতো হতকচিত বনভোজন প্রেমীরা।