বুধবার রাতে চড়িলামের আড়ালিয়া এলাকায় পরকীয়া সন্দেহে এক গৃহবধূ ও যুবককে পেটাল অতুৎসাহীরা।বিশালগড় থানার পুলিশ অভিযুক্ত যুবক জসিম মিয়াকে থানায় নিয়ে আসে।এদিকে কোন প্রমাণ ছাড়া শুধু সন্দেহের বসে বিনা অপরাধে গৃহবধূকে মারধর করায় রাতেই বিশালগড় মহিলা থানায় এসে একটি লিখিত অভিযোগ দায়ের করে।খবর নিয়ে জানা গেছে ওই মহিলা মোবাইলে জসিমের সাথে কথা বলত এবং কথাটা তিনি নিজেই স্বীকার করেন।কিন্তু তা সত্ত্বেও ঐদিন রাতে মহিলা এবং জসিম মোবাইলে কথা বললেও জসিম ওই মহিলার বাড়িতে আসেনি দুজনেই যার যার জায়গাতে ছিল।তা সত্ত্বেও কিছু আত্মোৎসাহী স্থানীয় এলাকাবাসী মহিলাকে জসিমের সাথে অসংলগ্ন অবস্থায় দেখে দুজনকেই ব্যাপক মারধর করে।কিন্তু এই অভিযোগটি পুরোপুরি মিথ্যা বলে মহিলা নিজেই জানান সাংবাদিকদের।ফলে এই ধরনের তথাকথিত সমাজ রক্ষকদের ভূমিকায় বেশ চাঞ্চল্য গোটা এলাকাজুড়ে।