নারী শক্তি বন্দন বিল পাস হওয়ায় বিশাল লাভবান হবে দেশ । দুর্বার গতিতে এগুবে ভারত । প্রতিটি কাজ হবে সময়সীমা ভিত্তিক। দুর্নীতি কমবে । রবিবার সদ্য পাস হয়ে যাওয়া নারী সংরক্ষণ বিলের বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে এমনই বলেছেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক । সামাজিক মাধ্যমে লাইভে তিনি বলেন, ভারতকে মাতৃতান্ত্রিক দেশ বলা হয় । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৎপরতায় এবার সত্যিকার অর্থেই তা কার্যকর রূপ পেতে চলেছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন , ২৭ বছর ধরে এই বিলটি ঝুলে ছিল । বিলটি লোকসভায় আসা-যাওয়া করেছে।তৎকালীন ক্ষমতাসীনরা কেউ বিলটি পাস করার উদ্যোগ নেয়নি । গত ২০ এবং ২১ সেপ্টেম্বর নতুন সংসদ ভবনে যুগান্তকারী এই বিলটি পাস হলো। যার ফলে নারী ক্ষমতায়নের বৃত্ত সম্পূর্ণতা পেল। নারীদের সামাজিক, আর্থিক এবং শিক্ষার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে । তাদের রাজনৈতিক ক্ষমতা ছিল অধরা । এবার এই ক্ষমতা পেয়ে যাওয়ায় নারীরা প্রকৃত অর্থেই ক্ষমতাসীন হবেন । তাতে লাভবান হবে দেশ । কেন্দ্রীয় মন্ত্রী বলেন, নারী সংরক্ষণ বিলটি গোটা বিশ্বের জন্যই নজির । সম্প্রতি জি টোয়েন্টি সম্মেলনেও বিশ্ব নেতাদের সামনে এমন ভাবমূর্তির কথা মেলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর নারী ক্ষমতায়নের লক্ষ্যে অজস্র প্রকল্প এনেছেন । তাতে মহিলারা যথেষ্ট উপকৃত হয়েছেন । প্রধানমন্ত্রী মোদি সেখানেই থেমে থাকেননি । তিনি প্রতিনিয়ত নিজের রেকর্ড নিজেই ভেঙে চলেছেন । তার নেতৃত্বে দেশ অগ্রগতির পথে পা রেখেছে। বিশ্বের পঞ্চম অর্থনীতির দেশ হয়েছে। সামনে আরো এগুবে বলেও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী উল্লেখ করেন ।