নাবালিকা শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত যুবককে গণধোলাই দিল স্হানীয় জনগণ।ঘটনাটি বৃহস্পতিবার সন্ধ্যায় টাকারজলা থানাধীন পাথালিয়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের ছনবাড়িয়া এলাকায়।খবর নিয়ে জানা গেছে এদিন সন্ধ্যা রাতে এলাকার যুবক বাপন মিয়া পাড়ার এক নাবালিকা কিশোরীকে শ্লীলতাহানি করে।মেয়েটির চিৎকারে স্থানীয়রা জড়ো হয়ে উওম মাধ্যম দেয়।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে জনরোষে আহত বাপন মিয়াকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে।সেখানে তার চিকিৎসা চলছে।এদিকে নাবালিকার পরিবারের পক্ষ থেকে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে বলে খবর।