শুক্রবার এক নাবালিকা মেয়ের বিয়ে বন্ধ করতে সক্ষম হল বিশালগড় মহকুমা প্রশাসনের আধিকারিকরা।শুক্রবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে বিশালগড় মহকুমা শাসক অফিসের ডিসিএম প্রসেনজিৎ দাসের নেতৃত্বে বিশালগড় থানার পুলিশ এবং চাইল্ড লাইনের কর্মীরা বিশালগড় থানাধীন পূর্ব গকুলনগর আদর্শ কলোনী এলাকায় এক নাবালিকা মেয়ের বিয়ে বন্ধ করে।জানা গেছে ওই নাবালিকা মেয়েটি আগরতলা লঙ্কামুড়া এলাকার এক ছেলের সাথে শুক্রবার রাতেই বিয়ে দেওয়ার কথা ছিল।সেই অনুযায়ী বিয়ে বাড়িতে স্থানীয় এলাকাবাসী ও সমস্ত আত্মীয়- স্বজনদের ভিড়।এই চরম ব্যস্ততার মধ্যেই চলে বিশালগড় মহকুমা প্রশাসনের অভিযান।মহকুমা প্রশাসনের এই অভিযানের আঁচ পেয়ে নাবালিকা মেয়েটির মা বাবা বাড়ি থেকে গা-ঢাকা দেয়।পরে প্রশাসনের আধিকারিকরা ওই নাবালিকা মেয়েটিকে এবং নাবালিকা মেয়েটির এক বড় বোনকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিশালগড় মহিলা থানায় নিয়ে আসে।মহকুমা শাসক ও ডিসিএম জানান নাবালিকা মেয়েটিকে কাউন্সিলিং করার পর মেয়েটির অভিভাবকদের কাছ থেকে ১৮ বছর আগে বিয়ে না দেওয়ার প্রতিজ্ঞাপত্রে স্বাক্ষর নিয়ে মেয়েটিকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে।