রাজ্য বিজেপির নবনিযুক্ত সাংগঠনিক সাধারণ সম্পাদক জি আর রবীন্দ্র রাজুকে সংবর্ধনা দিল পদ্মশিবির ।রবিবার আগরতলার নজরুল কলাক্ষেত্রে নতুন সংগঠন মহামন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি শাসকদলের রাজ্য সংগঠনের প্রাক্তন সংগঠন মহামন্ত্রী ফনীন্দ্র নাথ শর্মাকে বিদায় সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা,প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য,কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকসহ শাসক দলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শাসকদলের রাজ্য সংগঠনের নতুন মহামন্ত্রী শ্রীরাজুকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা। তিনি বলেন,দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন শ্রীরাজুর অভিজ্ঞতায় রাজ্য সংগঠন আরো মজবুত হবে। তৃণমূলস্তরের থেকে সংগঠন আরো শক্তিশালী হবে। সবার ঐক্যবদ্ধ প্রয়াসে দল আরো অনেক এগিয়ে যাবে বলেও তিনি মন্তব্য করেন।
































