আগামী পাঁচ সেপ্টেম্বর ধনপুর এবং বক্সনগরে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।ফলে এই উপনির্বাচনকে কেন্দ্র করে সিপাহীজলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান সিপাহীজলা জেলার জেলাশাসক ডঃবিশাল কুমার।শুক্রবার জেলাশাসক ডাঃবিশাল কুমার জেলা শাসকের কার্যালয়ে সাংবাদিকদের জানান সিপাহীজলা জেলার ধনপুর এবং বক্সনগর এই দুটি কেন্দ্রে উপনির্বাচনকে কেন্দ্র করে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।এই দুটি কেন্দ্রে উপনির্বাচনের ১১০ জন প্রিসাইডিং অফিসার,১৬ জন সেক্টর অফিসার এবং ৫ জন অবজারভারকে নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে। তাছাড়াও এই দুটি নির্বাচনক্ষেত্রে সমস্ত জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।কোন ধরনের রাজনৈতিক সংঘর্ষ সংঘটিত হলে অতি সহজেই যেন তাদেরকে চিহ্নিত করা যায়। তিনি এদিন আরও জানিয়েছেন বক্সনগর এবং ধনপুর এই দুইটি উপ-নির্বাচনি কেন্দ্রের নিরাপত্তার জন্য দুই থেকে আড়াই হাজার কেন্দ্রীয় বাহিনীর জওয়ান,টিএসআর ইতিমধ্যে প্রস্তুত রাখা হয়েছে। জেলাশাসক এই দুটি বিধানসভা কেন্দ্রের সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বলেছেন আগামী পাঁচ সেপ্টেম্বর সকল অংশের মানুষ যেন উৎসবের মেজাজে,নির্ভয়ে তাদের গণতান্ত্রিক অধিকার ভোটের মাধ্যমে প্রয়োগ করে।