জলস্তর নিচে নামতেই বন্যার জল যে ধংসলীলা চালিয়ে গেছে তার চিএ স্বচক্ষে দেখে রীতিমত আঁতকে উঠার মত অবস্থা।বিশালগড় মহকুমার বেশ কয়েকটি জায়গায় ধ্বংসলীলার একই চিত্র পরিলক্ষিত হয়েছে।নদীর জলস্তর অস্বাভাবিক ভাবে বেড়ে যাওয়ায় দোকানিরা তাদের দোকানের জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার সুযোগটুকু পায়নি।যার ফলে বিরাট ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তাদের।শুক্রবার সকালে দোকানিরা যে যার দোকানের দরজা খুলতেই মাথায় একপ্রকার আকাশ ভেঙ্গে পড়ার উপক্রম।প্রকৃতির এই রুষ্ট রূপ দেখে প্রত্যেকেই বাকরুদ্ধ হয়ে পড়ে।