দুটি চুরির বাইক বাংলাদেশে পাচারের সময় পুলিশের হাতে আটক।ঘটনা বৃহস্পতিবার গভীর রাতে কমলাসাগর বিধানসভার পশ্চিম কৈইয়াডেপা সীমান্তবর্তী এলাকায়।দুটি মোটর সাইকেলের মধ্যে একটি টিভিএস এপাচি যার নম্বর TR01W6460 অন্যটি সুজুকি জিয়াস যার নম্বর TR01L8270।উল্লেখ্য মধুপুর থানা এলাকা বরাবরই পাচারকারীদের প্রথম পছন্দের জায়গা।খবর নিয়ে জানা গেছে পশ্চিম কৈইয়াডেপা সীমান্তবর্তী এলাকা দিয়ে দুটি মোটরসাইকেল বাংলাদেশে পাচার করার খবর চলে স্হানীয়দের কাছে।ফলে এলাকার জনগণ পশ্চিম কৈইয়াডেপা এলাকার চারিদিকে এলাকার জনগণ উৎপেতে বসে।গভীর রাতে একটা সময় চোরা কারবারিরা বাইকটি বাংলাদেশে পাচারের উদ্দেশ্য কাঁটাতারের সামনে যেতেই এলাকাবাসীর সামনে চলে আসে।বিপদ বুঝে মূহুর্তের মধ্যেই বাইক দুটি ফেলে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় পাচারকারীরা।সঙ্গে সঙ্গেই খবর পাঠানো হয় মধুপুর থানায়।পরে বাইক দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।অন্যদিকে মোটর সাইকেল উদ্ধারের খবর পেয়ে টিভিএস এপাচির মালিক বৃহস্পতিবার দুপুরে অভয়নগর থেকে থানায় উপস্থিত হয় কাগজপএ নিয়ে।যথারিতি নিয়ম মেনে মোটরসাইকেল মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে।