দুই শিশু সন্তান সহ চারজন বাংলাদেশী ও দুই ভারতীয় মানব পাচারকারী আটক পুলিশের হাতে।ঘটনা শনিবার সকালে আগরতলা রেলস্টেশনে।আটককৃতরা হল দেবানন্দ দাশ,শেফালী দাস,রশ্মি বালা দাস ও গোলাপি দাস এদের প্রত্যেকের বাড়িই বাংলাদেশের কক্সবাজারে।অন্যদিকে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বাসিন্দা অর্জুন দাস ও ইরানি দাস দুই শিশু সন্তান সহ পুলিশের হাতে আটক হয়েছে।