৩১ মে আসন্ন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে শুক্রবার বিশালগড়ে অনুষ্ঠিত হয়েছে ইউনিয়নের সিপাহীজলা জেলা ও মহকুমা সম্মেলন।উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সাধারণ সম্পাদক সন্তোষ গোপ ও রাজ্য কমিটির সদস্য অভিষেক সাহা,মেহবুব আলম,উদয়ন চৌধুরী সহ অন্যান্যরা।সম্মেলনের শুরুতে সম্পাদকীয় প্রতিবেদন পেশ করার পর বিশালগড় মহকুমা কমিটির সদস্যরা নিজেদের মধ্যে দীর্ঘ আলোচনা শেষে মহকুমায় ইউনিয়নের আগামীদিনে কাজকর্ম কিভাবে আরও বৃদ্ধি করা যায় তার লক্ষ্যে সাত জনের একটি কার্যকরী কমিটি গঠন করে।নতুন এই কমিটিতে সভাপতি হিসাবে মান্নান হক,সহ-সভাপতি গোপাল সাহা,সম্পাদক গৌতম ঘোষ,সহ-সম্পাদক অমিত চৌধুরী ও কোষাধক্ষ্য হিসাবে রাসেল আহমেদকে নির্বাচিত করা হয়েছে।