ত্রিপুরায় এসে ভয়াবহ অভিজ্ঞতার শিকার এক বাংলাদেশী পর্যটকের।ঘটনা বুধবার রাতে বিশালগড় থানাধীন বাজার সংলগ্ন এলাকায়।যতদূর খবর গাড়ি ওভারটেক করাকে কেন্দ্র করে ভাংচুরের পাশাপাশি প্রাণে মারার হুমকি দেয় বলে অভিযোগ।জানা গেছে,বুধবার সকালে শ্রীমন্তপুর চেকপোস্ট দিয়ে ভারতে আসে বাংলাদেশের তারিকুল ইসলাম নামে এক যুবক।সোনামুড়াতে তার এক আত্মীয়ের বাড়ি রয়েছে।সম্পর্কে ভাতিজা আকাশ ও তার বন্ধুদের নিয়ে আগরতলায় ঘোরাঘুরি করে রাতে বাড়ি ফেরার পথে বিশালগড় থানা থেকে কয়েকশো মিটার দূরে তাদের গাড়িটিকে আটক করে কয়েকজন যুবক।পরে তাদের সাথে যোগদেয় কমকরেও ২০ থেকে ২৫ জন যুবক।একপক্ষের তরফে তারা গাড়িতে আনন্দ করতে করতে যাওয়ার অভিযোগ তুললেও গাড়ি ওভারটেক করাকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত বলে খবর।তাই তাদের গাড়ি থেকে নামিয়ে মারধর করার পাশাপাশি বাংলাদেশী পর্যটককে বিশ্রী ভাষায় গালিগালাজও করা হয়েছে বলে জানা গেছে।ছাড়া হয়নি তাদের ব্যবহৃত গাড়িটি পর্যন্ত।পরে খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।বাংলাদেশ থেকে আসা পর্যটক জানান এর আগে তিনি অনেকবার ভারতে এসেছেন কিন্তু এ ধরনের অভিজ্ঞতা জীবনে প্রথম।
 
			



















 
                                 
                                
 
							











