তিন বাংলাদেশী সহ এক ভারতীয় মানব পাচারকারী আটক আগরতলা জিআরপি থানার পুলিশের হাতে।প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে আগরতলা থেকে কলকাতা হয়ে গুজরাট যাওয়ার কথা ছিল তাদের।আটককৃতরা হল সেনু মগ,সুখী আক্তার ও ববিতা দেবনাথ এদের প্রত্যেকের বাড়িই বাংলাদেশে।অন্যদিকে ভারতীয় মানব পাচারকারী হল শ্যামল দাস বাড়ি ইস্ট ডুকলি হাউসিং বোর্ড এলাকায়।