তিন দফা দাবিতে বামফ্রন্টের সিপাহীজলা জেলার যুব সংগঠন টিওয়াইএফ ও ডিওয়াইএআই এর যৌথ উদ্যোগে একটি বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয় বিশ্রামগঞ্জ মোটরস্ট্যান্ড থেকে।পথসভা শেষে মিছিলটি জেলা শাসক অফিসের সামনে এসে পৌঁছালে পুলিশ তাদেরকে আটকে দিলে ছয়জনের একটি প্রতিনিধি মূলক ডেপুটেশন জেলাশাসকের কাছে প্রদান করতে গেলে তিনি একটি আপৎকালীন পরিস্থিতির কথা সামনে রেখে অফিস থেকে চলে যান।ফলে প্রতিনিধি দলটি বাধ্য হয়ে জেলা শাসকের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এর কাছে তিন দফা দাবি সম্বলিত স্মারক লিপিটি তুলে দেন।আজকে দুটি যুব সংগঠনের তরফে প্রদান করা ডেপুটেশন ও পথসভার মূল দাবিগুলি ছিল বিভিন্ন দপ্তরে পড়ে থাকা শূন্যপদ গুলি অবিলম্বে পূরণ করা,বিভিন্ন দপ্তরে চলা সীমাহীন দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং রাজ্যে নেশার করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করতে নেশার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা।দীর্ঘদিন পর বামফ্রন্ট সমর্থিত টি ওয়াই এফ ও ডিওয়াইএফআই যুব সংগঠনের তরফের জেলা ভিত্তিক এই ডেপুটেশন ও প্রতিবাদ সভায় দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।দীর্ঘদিন পর বিশ্রামগঞ্জে বামেদের এই লোক সমাগম দেখে বেশ কৌতুহল শুরু হয়েছে সাধারণ মানুষের মধ্যে।