গ্রীস্মের এই প্রচন্ড দাবদাহে গত তিনদিন ধরে পানীয় জল পাচ্ছে না শতাধিক পরিবারের সাধারণ মানুষজন।ঘটনা বিশালগড় বিধানসভার জাঙ্গালিয়ার পশ্চিম পাড়া এলাকায়।কেন্দ্রীয় সরকারের “হর ঘর নল হর ঘর জল” প্রকল্পের যেন ব্যঙ্গ করা হচ্ছে জাঙ্গালিয়ার পশ্চিম পাড়ায়।ছোট,বড়,মহিলা এমনকি শ্বাসকষ্টের রোগীকেও পায়ে হেটে টিলা বেয়ে পাণীয় জল আনতে হচ্ছে। অভিযোগ উত্তর রাউৎখলা পাণীয় ও জল সম্পদ দপ্তরের অধীনে থাকা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট থেকে যে পাইপ লাইনের মাধ্যমে জাঙ্গালিয়া এলাকায় পানীয় জল সরবরাহ করা হয় তার কোন একটা জায়গায় পাইপ লাইন ফেঁটে অনবরত পানীয় জল বেরিয়ে যাচ্ছে।ফলে গত তিনদিন ধরে ওই পাড়ার মানুষ জল পাচ্ছেনা।স্থানীয় নেতৃত্ব থেকে শুরু করে নির্বাচিত জন প্রতিনিধিদেরও নজরেও বিষয়টি নেওয়া হয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না।