কমলাসাগর বিধানসভার মতিনগরে তাঁরকাটা ভেড়া সংলগ্ন ৯৮ নম্বর গেইটের ওপারে বসবাসকারী ৯০ টি পরিবারের প্রায় ৪০০ ভারতীয় নাগরিকের দুর্ভোগের কথা শুনতে এগিয়ে এলেন কমলাসাগর মন্ডল সভাপতি কাজল সরকার।সম্প্রতি কেন্দ্রীয় গৃহ-মন্ত্রকের নির্দেশিকা মূলে বিদ্যুৎ দপ্তরের তরফে ওপারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে এলাকাবাসীর বাধার সম্মুখীন হতে হয়েছিল প্রশাসনিক লোকজনদের।উক্ত পরিস্থিতিতে তাঁরকাটার বেড়ার ওপারে ভারতীয় ভূখণ্ডে বসবাসকারী ৯০টি পরিবারের প্রায় ৪০০ মানুষ ব্যাপক উৎকণ্ঠায় দিন গুজরান করছে।ফলে উক্ত পরিস্থিতির নিরিখে এখানকার মানুষজনের দুঃখ দুর্দশা দূর করতে রবিবার দুপুরে কমলাসাগর মন্ডল সভাপতি তাঁরকাটার বেড়ার ওপারে গিয়ে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা শুনে তাদেরকে আশ্বস্ত করেন আগামীদিনে এলাকার বিধায়িকার সাথে ও স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষের সাথে আলোচনাক্রমে বিষয়টি জেলা শাসক মারফত মুখ্যমন্ত্রীর দরবারে নিয়ে যাবেন।যাতে তাঁরকাটার বেড়ার ওপারে বসবাসকারী ভারতীয়দের মৌলিক চাহিদাগুলি পূরণ করতে যেন সরকার ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে।