সবিতা বর্মনের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে এল তরুণ তুর্কি বিধায়ক কিশোর রায় বর্মন।কারণ দারিদ্রতাকে পাথেয় করে জীবন সংগ্রামে এগিয়ে যাওয়া কতটা কষ্টকর ও চ্যালেঞ্জের তা কিশোর রায় বর্মন খুব ভালই জানে।উনিও ছাত্রজীবনে অনেক সংঘর্ষ করেই এই জায়গায় এসেছেন।যখনই তিনি জানতে পারেন যে বিপিএল তপশিলী পরিবারভুক্ত জেলে সম্প্রদায়ের মেধাবী মেয়ে একটি ল্যাপটপের জন্য তার উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে সঙ্গে সঙ্গেই তিনি উদ্যোগ গ্রহণ করেন এবং শুক্রবার সবিতার হাতে একটি ল্যাপটপ উপহার হিসেবে তুলে দেন।জানা গেছে সবিতা বর্মন গৃহ শিক্ষকতা করে নিজের পড়াশোনা এবং পরিবারের খরচ চালিয়ে গণিতের উপর মাস্টার ডিগ্রিতে ভালো রেজাল্ট করে।কিন্তু পিএইচডি করার জন্য কিছুতেই তার পক্ষে একটি ল্যাপটপ জোগাড় করা সম্ভব হচ্ছিল না।বহুু জায়গায় ঘুড়ে শেষ পর্যন্ত কিশোর রায় বর্মনের কাছে পৌঁছান।তপশিলী জেলে পরিবারের মেয়েদের যেখানে খুবই কম বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয় সেখানে পিএইচডি করতে ইচ্ছুক মেয়েদের সংখ্যা খুবই কম।এই পরিস্থিতিতে একটি মেধাবী ছাত্রীর জীবন সংগ্রাম স্বচক্ষে দেখে উনার অন্তর আত্মাও নাড়া দিয়ে উঠে যার ফলে এমন একটি ব্যতিক্রমী পদক্ষেপ গ্রহণ করে সমাজে একটি ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা করেন তরুণ তুর্কি বিধায়ক কিশোর রায় বর্মন।তাছাড়া সবিতার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আগামীদিনে যেকোনো ধরনের সাহায্যের আশ্বাস দিয়ে পরিবারেটির পাশে থাকার বার্তাও দেন।