পাওয়ার টিলার দিয়ে কৃষি জমিতে কাজ করার সময় ট্রাক্টরের ব্লেইডে আটকে পড়ে গুরুতর আহত এক কৃষক।ঘটনা সোমবার বিকেলে পুটিয়া এলাকায়।ঘটনার বিবরণে জানা গেছে অন্যান্য দিনের মতই সোমবার বিকেলেও নিজের জমিতে ট্রাক্টর নিয়ে কাজ করতে যায় কৃষক নজরুল ইসলাম।কাজ করা অবস্থাতেই ট্রাক্টারে কিছু একটা যান্ত্রিক গোলযোগ দেখা দেয়।সমস্যাটি দেখতে ট্রাক্টরের ব্লেইডের কাছে যেতেই হঠাৎ করে ট্রাক্টরের কাঁটাগুলো নজরুল ইসলামের পায়ে আটকে যায়।রক্তাক্ত অবস্থায় সকলে মিলে ট্রাক্টরের ব্লেইড সমেত জমি থেকে উদ্ধার করে নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে।কিন্তু অ্যাম্বুলেন্সে তোলার মতো পরিস্থিতি না থাকায় শেষ পর্যন্ত বোলেরো ট্রাকে করেই রক্তাক্ত অবস্থায় কৃষক নজরুল ইসলামকে ট্রাক্টরের ব্লেইড সমেত নিয়ে যাওয়া হয়েছে জিবি হাসপাতালে।কিন্তু আশ্চর্যের বিষয় হল এমন একটি গুরুতর আহত অবস্থায় রোগীকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসলেও হাসপাতালের কর্তব্যরত ডাক্তাররা ন্যূনতম পরিষেবাটুকু দিতে পারেনি।একটা সময় কর্তব্যরত চিকিৎসকদের অবস্থা দেখে মনে হয়েছে তারাও জীবনে প্রথমবারই এমন রোগী দেখতে পেয়েছে।ফলে ট্রাক্টরের ধারালো ব্লেইডে আটকে থাকা কৃষককে মুক্ত করার ন্যূনতম চেষ্টাটুকু করেনি।যার দরুন রোগীকে এম্বুলেন্সে করে নেওয়াও সম্ভব হয়ে ওঠেনি পরিবার পরিজনদের।মোটকথা বিশালগড় মহকুমা হাসপাতালের যা অবস্থা তাতে এমন গুরুতর রোগীকে নিয়ে আসা মানেই হচ্ছে সময় অপচয় করা।এর বেশি আর কিছুই নয় বলে অভিযোগ রোগীর আত্মীয় পরিজনদের।