১৪ বছরের এক নাবালিকা বিয়েতে রাজি না হওয়ায় বাড়ি থেকে তাড়িয়ে দিল পাষণ্ড পিতা।ফলে অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে ঠাঁই হল দুই নাবালিকা মেয়ের।ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়া দুই নাবালিকা বোনের খোঁজখবর নিতে সরজমিনে বিশালগড় হাসপাতাল পরিদর্শন করেন ত্রিপুরা চাইল্ড রাইটস কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা সহ অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা।ওই নাবালিকা মেয়েকে বিয়ের পিঁড়িতে বসতে রাজি না হওয়ায় জন্মদাত্রী পিতা কর্তৃক কি রকম হেনস্থা ও নির্যাতনের শিকার হতে হয়েছে তা স্বচক্ষে প্রত্যক্ষ করে আতকে ওঠেন উপস্থিত সকলে।পরে কথা বলেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সাথে।খুব শীঘ্রই ওই দুই নাবালিকা মেয়ের সুন্দর ভবিষ্যতের লক্ষ্যে ত্রিপুরা চাইল্ড রাইটস প্রটেকশনের তরফে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি পাষণ্ড পিতা-মাতার প্রতি কঠোর পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন সংবাদ মাধ্যমের সামনে।