পরপর দুটি ছিনতাই মামলায় বিশালগড় থানার পুলিশের হাতে আটক তিন অভিযুক্ত।কিছুদিন পূর্বে সিপাহীজলা অভয়ারণ্য এলাকায় ও গতকাল
রাতে গকুলনগর টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায় ছিনতাই কান্ডে বিশালগড় থানার পুলিশের হাতে আটক সাগর নমঃ,ফারুক ইসলাম ও বিজয় বিশ্বাস।জানা গেছে সাগর নমঃ এই দুটি ছিনতাই কাণ্ডেই মুখ্য ভূমিকায় ছিল।ফলে আগরতলা নিবাসি রাহুল দাসের অভিযোগ মূলে পুলিশ এই তিনজনকে জালে তুলে মঙ্গলবার পুলিশ রিমান্ড চেয়ে মাননীয় আদালতে প্রেরণ করে।পুলিশ এই দুটি ছিনতাই কান্ডে আরও তিন,চার জনের নাম জানতে পারলেও আশ্চর্য জনকভাবে পুলিশ এখনো আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার করতে পারেনি।ফলে এই দুটি ছিনতাই কাণ্ডে যুক্ত মূল অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের আরও কতটা সময় নেয় সে দিকেই তাকিয়ে সকলে।