বিশালগড় বাইপাস এলাকার একটি গ্যারেজে চুরির গাড়ির সন্ধানে পৌঁছলে পুলিশকে দেখে দুটি মোটরসাইকেল ফেলে পালিয়ে বাঁচে নেশা কারবারির দল।ঘটনা মঙ্গলবার দুপুরে বিশালগড় বাইপাস সড়কে।এমনিতেই বিশালগড়ে চারিদিকে নেশার ছড়াছড়ি দ্বিতীয়ত চোরের উপদ্রবে সাধারণ মানুষ পুরোপুরি অতিষ্ঠ।খবর নিয়ে জানা গেছে গোপন সূত্রের খবরের ভিত্তিতে বিশালগড় থানার পুলিশ বাইপাস এলাকায় গাড়ির একটি গ্যারেজে হানা দেয় চোরের গাড়ি উদ্ধারের লক্ষ্যে।কিন্তু চোরের গাড়ি উদ্ধার করতে না পারলেও গ্যারেজে পুলিশের আগমন লক্ষ্য করে স্থানীয় কিছু নেশা কারবারি যুবক মোটর সাইকেল ফেলে পেছনের রাস্তা দিয়ে পালিয়ে বাঁচে।পরে পুলিশ ফেলে যাওয়া TR01O8828 ও TR01AL7910 নম্বরের দুটি মোটরসাইকেল উদ্ধার করে বিশালগড় থানায় নিয়ে আসে।খবর লেখা পর্যন্ত মোটরসাইকেল এর প্রকৃত মালিকরা এখনো পর্যন্ত থানায় এসে যোগাযোগ করেনি।ফলে মোটর সাইকেল গুলি আসলেই চুরির নাকি অন্য কিছু তা এখনো পুলিশ সঠিক করে কিছু বলতে পারছে না।
ঘটনা মঙ্গলবার দুপুরে। বিশালগড় থানা পুলিশের কাছে খবর আসে বিশালগড় বাইপাস সড়ক এলাকায় একাধিক কারবারীরা বিভিন্ন রকম নেশা সেবন সহ যুবকদের কাছে নেশা বিক্রি করছেন। খবর পাওয়ার সাথে সাথে বিশালগড় থানার এএসআই প্রদীপ নট্ট সহ পুলিশ নেশা কারবারীর আস্তানায় হানা দেয়। পুলিশকে দেখতে পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় নেশা কারবারিরা। পরবর্তী সময়ে বিশালগড় থানার পুলিশ দুটি বাইক উদ্ধার করে থানায় নিয়ে আসে। উদ্ধার দুটি বাইকের মালিকের সন্ধানে বিশালগড় থানা পুলিশ।