জনগণকে চিকিৎসক ও স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত সকলস্তরের কর্মীদের প্রতি ভরসা রাখতে হবে । তাদের প্রতি সহনশী হতে হবে সহনশীল। শুক্রবার প্রজ্ঞাভবনে রাজ্যের দন্ত চিকিৎসকদের নিয়ে আয়োজিত রাজ্যভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা একথা বলেন। ন্যাশনাল ওরাল হেলথ প্রোগামের উদ্যোগে আয়োজিত দুই দিনের এই কর্মশালার উদ্বোধনী পর্বে মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যের মৌলিক স্বাস্থ্য পরিকাঠামোকে শক্তিশালী করার জন্য ১০০টি নতুন উপস্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করা হবে। এরজন্য ২০২৩ -২৪ অর্থবছরের বাজেটেও প্রয়োজনীয় অর্থের সংস্থান রাখা হয়েছে।
রাজ্যের দন্ত চিকিৎসার বর্তমান সার্বিক রূপ রেখার চিত্র এদিন মেলে ধরেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, রাজ্যে উন্নত দন্ত চিকিৎসা পরিষেবা প্রদানে আধুনিক প্রযুক্তিগত পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। দত্ত চিকিৎসার উন্নয়ন ও প্রসারের লক্ষ্যে আই জি এম হাসপাতাল কমপ্লেক্সে রাজ্যবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ডেন্টাল কলেজ স্থাপন করা হয়েছে। খুব সহসায় কলেজটিতে ৫০ জন ছাত্রছাত্রী নিয়ে বি ডি এস কোর্সে পঠন পাঠন শুরু হবে।
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য পরিষেবার সুযোগ পৌঁছে দিতে করবুক, কুমারঘাট এবং পানিসাগর কমিউনিটি হেলথ সেন্টারকে মহকুমা হাসপাতালে উন্নীত করা হয়েছে। এছাড়াও বক্সনগর, কাঞ্চনমালা, মোহনপুর, কল্যাণপুর, নতুনবাজার এবং অম্পিতে ৬টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ডিজিটাল উদ্যোগের অঙ্গ হিসেবে অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার হাসপাতালে ‘মেরা হাসপাতাল পোর্টাল’ চালু করা হয়েছে। এই পোর্টালটি ই-হাসপাতাল প্ল্যাটফর্মের সাথে যুক্ত করা হয়েছে, যা ক্যান্সার পীড়িত রোগীদের স্বাস্থ্য পরিষেবা প্রদানে সহায়ক হবে। এছাড়াও আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ ও জিবিপি হাসপাতাল সহ সমস্ত জেলা হাসপাতালগুলোতে ই-রেডিওলজি এবং টেলি-রেডিওলজি পরিষেবা চালু হয়েছে ।