মঙ্গলবার চড়িলাম বিধানসভার জনজাতি অধ্যুষিত পদ্মনগরে এক মেগা যোগদান সভার মধ্যে দিয়ে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিল তিপ্রামথার সামনে।পদ্মনগরের সিপিআইএমের প্রাক্তন ভাইস-চেয়ারপার্সন বাহাদুর দেবর্বমা,তিপ্রামথার নির্বাচিত মেম্বার বদরাই দেবর্বমা সহ ৪৩ পরিবারের মোট ১৪১ জন ভোটার বিরোধী দল ত্যাগ করে বিজেপি দলে শামিল হয়।রাজ্যের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন দলত্যাগীদের প্রত্যেকের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বিজেপি দলে বরণ করে নেন।আসন্ন লোকসভা নির্বাচনের আগে চড়িলামে এটি ছিল দ্বিতীয় যোগদান সভা।বিজেপির শাসনকালে আন্দোলন করে কিছু করতে হয় না,রাজ্য সরকারের সব নখ দর্পণে রয়েছে বলে তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে তির্যক ভাষায় আক্রমণ করেন।অন্যদিকে মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথ আগামী নির্বাচনে চড়িলাম বিধানসভা থেকে জিষ্ণু দেববর্মণকে বিপুল ভোটে জয়ী করে পবিত্র বিধানসভায় পাঠানোর আর্জি জানান দলীয় কার্যকর্তাদের কাছে।