বিশালগড় জেলা ব্লক কংগ্রেসের সভাপতি জামিনে মুক্ত হওয়ার পর সোমবার প্রথম চড়িলামে কংগ্রেস দলের মনোনীত প্রার্থী অশোক দেববর্মাকে নিয়ে রেলি বের করেন কংগ্রেস ও বাম জোটের নেতৃত্বরা।উক্ত রেলিতে উপস্থিত ছিলেন প্রদেশ নেতৃত্বের পাশাপাশি সর্বভারতীয় কংগ্রেস কমিটির সদস্যরাও।বিরোধী জোটের পক্ষে বিশালগড়ের বর্তমান বিধায়ক তথা প্রাক্তন অর্থমন্ত্রী ভানুলাল সাহা চড়িলামে নারকীয় রাজনৈতিক হিংসার বলি সহীদ মিয়ার মৃত্যুর জবাব দিতে আহ্বান জানান।বিরোধী দলীয় কর্মীদের বাড়ি ঘরে হামলা হুুজ্জতির উপযুক্ত জবাব দিতেও কর্মীদের প্রতি আহ্বান রাখেন।তার জন্য তিনি বিরোধী জোটের প্রার্থী অশোক দেববর্মাকে বিপুল ভোটে জয়ী করতে বলেন।সর্বভারতীয় কংগ্রেস নেত্রী প্রাক্তন উইং কমান্ডার তথা মুখপাত্র অনুভা আচারিয়া,মিতা চক্রবর্তী ও প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য জয়দীপ রায় বর্মন জানান,২০২৩ বিধানসভা নির্বাচনে শাসকদল সিঙ্গেল ডিজিট সিটের মধ্যেই সীমাবদ্ধ হয়ে থাকবে।তাছাড়া তিনি এটাও বলেন আজকের এই রেলিতে জনজাতি অংশের ভোটারদের ব্যাপক উপস্থিতি এটাও প্রমাণ করছে যে এই রাজ্যের পাহাড়ি জনজাতি অংশের ভোটাররা বাম কংগ্রেস জোটের পক্ষেই রায় দেবে।এদিন চড়িলাম বাজারস্থিত কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে বিশালগড় জেলা কংগ্রেস কমিটির সভাপতি গোপীনাথ সাহা বলেন, নির্বাচনের প্রাক্ মুহূর্তে সহীদ মিয়া হত্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া কংগ্রেস কর্মীদের জামিনে মুক্ত হওয়ায় ২৩এর নির্বাচনে শাসকদলের লড়াইটা মোটেও সহজ হবে না।