গত রবিবারে প্রবল ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত রাবার বাগানগুলি পরিদর্শনে এল রাবার বোর্ডের ফিল্ড অফিসার সহ স্থানীয় মৈত্রী আরপিএসের সাতজনের একটি প্রতিনিধি দল।বুধবার সকালে এই প্রতিনিধি দলটি লেম্বুতলী,এনসি নগর,পশ্চিম গকুলনগর, চাম্পামুড়া সহ বেশ কয়েকটি এলাকার ক্ষতিগ্রস্ত রাবার বাগান গুলি পরিদর্শন করেন।রাবার বোর্ডের ফিল্ড অফিসার জানান দুপুর পর্যন্ত লম্বুতলী ও এনসি নগর এলাকার প্রায় ১৫ টি রাবার বাগান সরজমিনে পরিদর্শন করা সম্ভব হয়েছে।এবং তাতে সাড়ে চার হেক্টর অর্থাৎ ২৮ কানি রাবার বাগানের প্রায় দুই হাজার দুইশ রাবার গাছ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।যার বাজার মূল্য আনুমানিক ৭০ লক্ষ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে প্রাথমিকভাবে।তাই স্থানীয় মৈত্রী আরপিএসের কার্যকতাদের সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত রাবার চাষীদের কিভাবে দ্রুততার সাথে ক্ষতিপূরণের ব্যবস্থা করা যায় সেজন্যই তাদের এই ফিল্ড ভিজিট বলে জানিয়েছেন তিনি।এদিনের এই প্রতিনিধি দলে ছিলেন মৈত্রী আরপিএসের সভাপতি রাজেশ দেব,সদস্য নন্দন লাল দেব,কৃষ্ণজিৎ বণিক সহ অন্যান্যরা।