ঘটনার ছয় দিনের মাথায় অবশেষে ছিনতাই কান্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করতে সক্ষম হয়েছে বিশালগড় থানার পুলিশ।জানা গেছে শুক্রবার গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে বিশালগড় থানার পুলিশ মধুপুরের নোয়াবাড়ি এলাকার আকাশ দের কাছ থেকে পরপর দুটি ছিনতাই কান্ডে ব্যবহৃত পিস্তলটি উদ্ধার করতে সক্ষম হয়েছে।একই সঙ্গে এই ছিনতাই কান্ডের অপর সহযোগী সাগর বর্ধন,কৌশিক দেবনাথ ও অর্পণ সরকারকেও জালে তুলতে সক্ষম হয়েছে।উল্লেখ্য কিছুদিন পূর্বে সিপাহীজলা অভয়ারণ্যের নৌকাঘাট ও গত সোমবার রাতে গকুলনগর টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায় ছিনতাই কান্ডে বিশালগড় থানার পুলিশের হাতে আটক হয়েছিল সাগর নমঃ,ফারুক ইসলাম ও বিজয় বিশ্বাস।তাদের পুলিশ রিমান্ড এনে থানায় জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে ছিনতাই কান্ডের একের পর একে পর্দা ফাঁস করার মধ্যে দিয়ে হাফ ছেড়ে বাঁচল বিশালগড় থানার পুলিশ।এদিকে বিশালগড় থানায় ছিনতাই কান্ডের পরিপ্রেক্ষিতে দায়ের ভারতীয় ন্যায় সংহিতা আইনের 127(1)/324(4)/117(2)/ 309(4)/ 3(5) ধারায় মামলা নথিভুক্ত করে দীর্ঘ তল্লাশি অভিযানের পর শুক্রবার গভীর রাতে বিশালগড় থানার পুলিশ মধুপুর ও বিশালগড় জাঙ্গালিয়া এলাকা থেকে সমরদীপ বর্ধন উরফে সাগর, কৌশিক দেবনাথ,অর্পণ সরকার ও আকাশ দে কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।পর পর দুটি ছিনতাই কান্ডে এখন পর্যন্ত মোট সাত জনকে জালে তোলায় অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলছে বিশালগড় মহকুমাবাসী।