নির্বাচনের প্রাক মুহুর্তে কেন্দ্রীয় বাহিনীর বদলে গুজরাট এবং আসাম থেকে রাজ্য পুলিশ কেন আনা হলো?এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শনিবার মুখ্য নির্বাচন আধিকারিকের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে বামেরা।এদিন তারা সিইও এর কাছে ডেপুটেশনও দেয় ডেপুটেশনও দেয়।বামেরা নির্বাচন কমিশনেও এ মর্মে নালিশ জানিয়েছিলেন।