অবৈধ ব্যবসা-বাণিজ্যের স্বর্গরাজ্যে পরিণত হওয়া বিশালগড় পাচারকারীদের এক নম্বর পছন্দের জায়গা হলেও সাধারণ মানুষের একপ্রকার নাভিশ্বাস।এই অবৈধ পাচার বাণিজ্যে ব্যবহার করা গাড়িগুলোর বেপরোয়া গতির ফলে একের পর এক দুর্ঘটনা ঘটেই চলছে।বিশালগড় নিচ বাজার থেকে বক্সনগর রোডের কড়ুইমুড়া বাজারে আসতেই TR07F6165 নম্বরের বাইক নিয়ে বিশালগড়ের উদ্দেশ্যে আসা গৌতম দাস ও রাকেশ পালকে সজোড়ে ধাক্কা মারে TR071764 নম্বরের বোলেরো গাড়ি।এতে গুরুতর আহত হওয়া গৌতম দাস ও রাকেশ পালকে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা প্রাথমিকভাবে নিয়ে আসা হয় বিশালগড় মহকুমা হাসপাতালে।কিন্তু গৌতম দাসের আঘাত গুরুতর হওয়ায় তাকে সঙ্গে সঙ্গেই রেফার করা হয় আগরতলা জিবি হাসপাতালে।অন্যদিকে বৃহস্পতিবার রাতে পাচারকারীদের হাতে আক্রান্ত হন নিরীহ গ্রামবাসী।এদিন রাতে ট্রাক ভর্তি চিনি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় লস্কর চৌমুহনী এলাকায় পোছলে সন্দেহজনকভাবে গাড়িটিকে আটক করে এলাকার গ্রামবাসীরা।আর এটাই তাদের জীবনের কাল হয়ে দাঁড়ায়।অবৈধ চিনি গ্রামবাসীরা আটক করার খবর মাস্টার মাইন্ডদের কাছে পৌঁছতেই দলবল নিয়ে তারা ঘটনাস্থলে হাজির হয়।কোন সাহসে তারা গাড়িটি আটক করল তার কৈফিয়ৎ তলব করতেই এলোপাতাড়ি আক্রমণ শুরু করে নিরীহ গ্রামবাসীদের উপর।সঙ্গে সঙ্গে বিশালগড় থানায় খবর দেওয়া হলেও পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে নাটক মঞ্চস্থ করে পুনরায় থানায় চলে আসে আর অন্যদিকে ট্রাক ভতি চিনি নিরাপদে চলে যায় বাংলাদেশে।