নিজস্ব প্রতিনিধি গোপাল সিং এর রিপোর্টঃ
ভারত-বাংলাদেশ সীমান্তে গরু চুরি করতে এসে গণপিটুনিতে নিহত তিন বাংলাদেশী চোর।ঘটনা খোয়াই মহকুমার বিদ্যাবিল এলাকায়।স্থানীয়দের অভিযোগ তিন বাংলাদেশী চোর চুরি করতে ব্যর্থ হওয়ায় গ্রামবাসীদের ওপর হামলা চালালে এই মর্মান্তিক পরিণতি হয় তাদের।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে গতরাতে বিদ্যাবিল সীমান্ত দিয়ে একদল বাংলাদেশী চোর গরু চুরির উদ্দেশ্যে প্রবেশ করে।গ্রামবাসীরা তাদের উপস্থিতি টের পেয়ে প্রতিরোধের চেষ্টা করলে চোরেরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করে।এরপর ক্ষুব্ধ জনতা সংঘবদ্ধ হয়ে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে এবং তিন চোরকে ধরে ফেলে গণপিটুনি দেয়।এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।