২০২৩ সালে দেবিপুর ফার্মে নৃশংস হত্যাকাণ্ডে অভিযুক্ত খুনি ভক্ত মুন্ডাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করল বিশালগড় মহকুমা আদালত।উল্লেখ্য ২০২৩ সালের নভেম্বর মাসের ২৩ তারিখ দুই বন্ধু বিয়ে সেরে বাড়ি ফেরার পথে কোন একটি বিষয়কে কেন্দ্র করে ভক্ত মুন্ডার হাতে নৃশংসভাবে খুন হয় জনেশ মুন্ডা নামে এক যুবক।পরবর্তী সময়ে জনেসের পরিবারের লোকজনরা মধুপুর থানায় নিখোঁজ ডাইরি করলে তদন্তে নেমে ভক্ত মুন্ডাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে জনেশ মুন্ডার মৃতদেহ উদ্ধার করে দেবীপুর ফার্মের জঙ্গল থেকে।পরে তাকে উক্ত মামলায় গ্রেফতার করে মধুপুর থানার পুলিশ।শুক্রবার বিশালগড় আদালতের মাননীয় বিচারক অভিযুক্তকে এই সাজা ঘোষণা করে।