রবিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই।ঘটনা বিশালগড় থানাধীন নেতাজি নগর এলাকার বাসিন্দা অসিত সাহার বাড়িতে।এলাকা বাসীদের বক্তব্য অনুযায়ী শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।বসতভিটে হওয়ায় রান্নার ঘরে একটি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুন আরও তীব্র আকার ধারণ করে।ফলে বসত ঘরটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়।কোন কিছুই বাঁচানো সম্ভব হয়ে উঠেনি।যদিও বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা যথাসময়েই ঘটনাস্থলে উপস্থিত হয়।কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে আনতে সবকিছুই শেষ হয়ে যায়।তবে এই ভয়াবহ অগ্নিকাণ্ড সত্বেও এটি স্বস্তির বিষয় হল এ দিন রাতে বাড়িতে কেউ না থাকায় কারোর কোন ক্ষতি হয়নি,সবাই অক্ষত আছে।তবে এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে সোমবারই ক্ষতিগ্রস্ত পরিবারটির খোঁজখবর নিতে উপস্থিত হন বিশালগড় এলাকার বিধায়ক সুশান্ত দেব সহ বিশালগড়ের মহকুমা শাসক বিনয়-ভূষণ দাস সহ একটি প্রশাসনিক টিম।তারা পরিবারের লোকজনদের সাথে কথা বলে আগামীদিনে কাগজপত্র বের করা কিংবা যেকোনো ধরনের সরকারি সহায়তার ক্ষেত্রে পুরোপুরি সাহায্যর আশ্বাস দিয়ে পাশে থাকার বার্তা দেন।