কাশ্মীরে জঙ্গি হামলার প্রতিবাদে শুক্রবার দুপুরে একটি ধিক্কার মিছিল সংঘটিত করে মতিনগর জামে মসজিদ কমিটি।উল্লেখ্য গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় ২২ জন ভারতীয় পর্যটকের মৃত্যুর হয়েছিল।এরই প্রতিবাদে শুক্রবার নামাজের পর মতিনগর জামে মসজিদ থেকে মতিনগরের মুসলিম ধর্মালম্বী ভারতীয় নাগরিকরা সঙ্গবদ্ধভাবে এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে একটি প্রতিবাদ মিছিল সংঘটিত করে যা মতিনগর স্কুলের সামনে এসে সমাপ্ত হয়।মিছিল শেষে স্থানীয় মুসলিমরা দেশবাসীর উদ্দেশ্যে এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এধরনের জঙ্গিবাদের বিরুদ্ধে সরকার যে পদক্ষেপ গ্রহণ করবে তার প্রতি মতিনগরের সাধারণ মানুষের পূর্ণ সমর্থন রয়েছে বলেও জানিয়েছেন তারা।