সোমবার অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে রবিবার কসবেশ্বেরী মায়ের মন্দির প্রাঙ্গণে স্বচ্ছতা অভিযানে অংশ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।উল্লেখ্য ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর আহব্বানে সারা দেশব্যাপী প্রত্যেকটি মন্দিরেই চলছে সাফাই অভিযান।রবিবার বিকেলে মুখ্যমন্ত্রী কসবেশ্বরী মন্দিরে পৌঁছে প্রথমেই তিনি পূজার্চনা করেন এরপর মন্দির চত্বরে সাফাই অভিযানে অংশগ্রহণ শেষে রওনা হন উদয়পুরের উদ্দেশ্যে।এদিন মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকা অন্তরা সরকার দেব, সমাজসেবী সুবির চৌধুরী এবং বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন ছন্দা দেববর্মা সহ অন্যান্যরা।