কসবেশ্বরী সামাজিক সংস্থার উদ্যোগে বৃহস্পতিবার কমলাসাগরে অনুষ্ঠিত হয়েছে পুরোহিত সম্মাননা ও প্রীতিভোজ নামক অনুষ্ঠান।এদিন হিন্দু ধর্মের পূজোর কাজ করে আসা শতাধিক পুরোহিতকে এদিন তাদের ভোজনের পাশাপাশি গীতা ও দক্ষিণা প্রদান করা হয়।আগে কোনদিন এ ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদেরকে সম্মান জানানোর কোন নজির নেই বলেও উল্লেখ করেন উপস্থিত সকলে।অনুষ্ঠানের উদ্বোধক তথা প্রধান অতিথি রাজ্যের শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বনিক উনার ভাষণে আয়োজকদের প্রশংসা করে সকলকে হিংসা,নিন্দা ও ঘৃণার মনোভাব ত্যাগ করে সকলকে একসাথে এগিয়ে যাওয়ার বার্তা দেন।