কমলাসাগরে শাসকদলের নেতৃত্বদের কাট মানির বিনিময়ে নিম্নমানের কাজের বিরুদ্ধে স্থানীয়দের তীব্র প্রতিবাদের পাশে দাড়াল ডিওয়াইএফআই।ঘটনা কমলাসাগর বিধানসভার দেবীপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে।ঘটনার বিবরণে জানা গেছে দুই তিন মাস আগে স্কুল এডুকেশন দপ্তরের তরফে দেবীপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় এক কোটি টাকা বরাদ্দ হয় একটি নতুন স্কুল বিল্ডিং তৈরির জন্য এবং কাজটির বরাত পায় চড়িলামের এক ঠিকেদার।অভিযোগ শুরু থেকেই মন্ডল ও বিধায়ক ঘনিষ্ঠ একাংশ যুবক বিরাট অংকের বিনিময়ে অত্যন্ত নিম্নমানের কাজ করে আসছে।স্থানীয়রা সব দেখেও প্রতিবাদ জানানোর সাহস হচ্ছিল না শাসক দলীয় নেতৃত্বদের বিরুদ্ধে।বৃহস্পতিবার সকালে স্থানীয় বাম যুব সংগঠনের ডিওয়াইএফআইয়ের নেতৃত্বরা স্থানীয়দেরকে সঙ্গে
নিয়ে স্কুল বিল্ডিং এর কাজের গুণগতমান পরিদর্শনে গিয়ে চোখ কপালে উঠার উপক্রম।দেখা গেছে স্কুল বিল্ডিং এর যে ওয়াল গুলি তৈরি করা হচ্ছে তাতে সিমেন্ট একপ্রকার নেই বললেই চলে।কয়েকদিন আগে তৈরি করা ১০ ইঞ্চি দেওয়ালে ধাক্কা দিতে সব হুুড় মুড়িয়ে ভেঙে পড়ে।ফলে স্থানীয়দেরকে সঙ্গে নিয়ে বাম যুব সংগঠনের নেতৃত্বরা শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে এই দুর্নীতির সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান সংবাদ মাধ্যমের সামনে।