নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল আসামের বাজারিছড়ার চুড়াইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশ।সরিষার তেলের প্যাকেটে করে ৩০ হাজার ৪৩০ বোতল এসকফ ত্রিপুরাতে পাচারের সময় তল্লাশি চালিয়ে এই কফসিরাপগুলি উদ্ধার করতে সক্ষম হয়। যার বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।