<em><strong>এক শিশুসহ দুই বাংলাদেশী আটক আগরতলা রেল স্টেশন পুলিশের হাতে।সঙ্গে আটক করা হয়েছে ভারতীয় মানব পাচারকারী প্রদীপ দাসকে (৩৯)।আটক কৃতরা হল রুবেল দাস (২৬),অপি রানী দাস (২২) ও তার তিন বছরের ছোট্ট ছেলে এদের প্রত্যেকের বাড়িই বাংলাদেশের চট্টগ্রামে।</strong></em>