শুক্রবার এক বাংলাদেশী মহিলা সহ দুই ভারতীয় মানব পাচারকারী আটক আগরতলা রেল স্টেশন পুলিশের হাতে।জানা গেছে তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে এবং তারা ট্রেনে করে বহিঃরাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যেই আগরতলা রেল স্টেশনে আসে।আটককৃতরা হল মামুদা (৩০) বাড়ি বাংলাদেশের শরিয়তপুরে,কৃষ্ণ দেবনাথ (৩২) বাড়ি সাব্রুমের বটতলা এলাকায়, টুটন দে (২৮) বাড়ি সাব্রুমের রাজনগর।