ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের উদ্যোগে সোমবার এক দিবসীয় জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।এদিনের সেমিনারের মূল বিষয়বস্তুু ছিল “আধুনিক ও ভবিষ্যৎ জীবন দর্শনে প্রভাত রঞ্জন সরকারের নব-মানবতাবাদের প্রাসঙ্গিকতা”।প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সেমিনারের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গঙ্গা প্রসাদ প্রসাইন।এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ডঃদীপক শর্মা,প্রফেসর আদিত্য কুমার মোহন্তি,প্রফেসর ডঃসিন্ধু পোডিয়াল এবং স্বামী আচার্য দিব্যচেতনানন্দ সহ দর্শন বিভাগের ছাত্র ছাত্রী সহ স্কলাররা।এদিন উত্তরপ্রদেশের এলাহাবাদ ইউনিভার্সিটি থেকে আগত প্রফেসর অনিল প্রতাপ গিরি,কলকাতার সল্টলেকের ইগনৌর ডেপুটি ডিরেক্টর ডঃবিশ্বজিৎ ভৌমিক এবং ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সিনিয়র প্রফেসর ডঃএ.কে মোহন্তি আনন্দ মূর্তিজীর আনন্দ সূএম ও নব্য-মানবতাবাদের বিস্তৃত আলোচনা করেন।