সেকেরকোট উত্তম ভক্ত চৌমুহনিস্থিত অভয় আশ্রমের এক মানসিক ভারসাম্যহীন যুবতির রহস্যজনক মৃত্যুতে গভীর উদ্বেগ শুভবুদ্ধি সম্পন্ন মহলের।যে জায়গায় অস্বাভাবিক মৃত্যু না হলে পর্যন্ত ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত হয় না,যেই জায়গায় শাশ্বতী নাথ(২১) নামে ভারসাম্যহীন মেয়েটির মৃত্যুতে ম্যাজিস্ট্রেট পর্যায়ের ময়না তদন্ত করতে হয়েছে হাপানিয়া টিএমসি মেডিকেল হাসপাতালে।ঘটনার বিবরণে জানা গেছে ২০১৫ সালে ধর্মনগর চাইল্ড লাইনের কর্মীরা রাস্তা থেকে উদ্ধার করে শাশ্বতী নাথ নামে ১৫ বছরের সেই নাবালিকা মেয়েটিকে।এরপর চাইল্ড লাইনের কর্মীদের সহায়তায় মেয়েটিকে ১৫ বছর বয়সে নিয়ে আসা হয়েছিল অভয় মিশনের চাইল্ড কেয়ার ইউনিটে।জানা গেছে মেয়েটি মানসিক ভারসাম্যহীনতার পাশাপাশি মৃগী রোগীও ছিল।২০১৫ সাল থেকে এখানেই তার চিকিৎসা চলছিল।জিবির সাইকি্যাট্রিক ইউনিট এবং বিশালগড় হাসপাতালে প্রত্যেক মাসেই তাকে ডাক্তার দেখানো হতো বলে জানিয়েছেন অভয় মিশনের ইনচার্জ সুপ্রিয়া দে।বুধবার সকাল ১১ টায় হাঁপানীয়া ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করানো হয়েছিল শারীরিক দুর্বলতা এবং অন্যান্য উপস্বর্গ নিয়ে।কিন্তু গতকাল রাত সাতটায় মৃত্যুর কোলে ঢলে পড়ে অসুস্থ মেয়েটি।