বাসে এক উপজাতি মহিলা যাত্রীর সাথে দুর্ব্যবহারের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি বিশ্রামগঞ্জ মোটরস্ট্যান্ড এলাকা।জানা গেছে বিশ্রামগঞ্জ মাস্টার পাড়া এলাকার বাসিন্দা জেসিকা দেববর্মা
বর্তমানে এয়ার হোস্টেসের ইন্টার্নশিপ শেষে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী বাসে দুর্ব্যবহারের অভিযোগে বাসটি বিশ্রামগঞ্জ এলাকায় পৌঁছতেই মাথার কর্মী সমর্থকরা গাড়িটিকে আটক করে।এবং বেশ কয়েকজনকে ব্যাপক মারধর করে বলেও অভিযোগ।অন্যদিকে উত্তেজিত জনতা যাত্রীবাহী বাস সহ বেশ কয়েকটি দোকান পাটেও ব্যাপক ভাংচুর চালায়।পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল টিএসআর সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত।অন্যদিকে ডিআইজি মঞ্চাক ইপ্পার আইন শৃঙ্খলা পরিস্থিতি সরজমিনে প্রত্যক্ষ করতে রাতেই ঘটনাস্থলে ছুটে আসেন।যদিও পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রনে বলে পুলিশ প্রশাসন সূত্রে খবর।তবে যাত্রীবাহী বাসে জেসিকা দেববর্মার সাথে দুর্ব্যবহারের কারণে সে অনেকটাই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে বলে খবর।বর্তমানে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তার চিকিৎসা চলছে।