বক্সনগর সীমান্তে নেশা সামগ্রী পাচারের সময় ইয়াবা ট্যাবলেট সহ এক মহিলাকে আটক করতে সক্ষম হয় বিএসএফ।সোনামুড়া মহাকুমার অন্তর্গত বক্সনগর দক্ষিণপাড়া সীমান্তের তাঁরকাটা বেড়া সংলগ্ন ১৮০ নং গেইট দিয়ে ইয়াবা ট্যাবলেট পাচার করার সময় বিএসএফের হাতে আটক এক হয় এই মহিলা।জানা গেছে মহিলার নাম রিনা আক্তার,স্বামী জাকির হোসেন বাড়ি বক্সনগর দক্ষিণপাড়া দুই নং ওয়ার্ডের ১৮০ নং তাঁরকাটা বেড়া সংলগ্ন জাতীয় ভূখণ্ডে তার বাড়ি।