চেন্নাই থেকে স্বর্ণচুরি কান্ডে যুক্ত আসামিদের গ্রেপ্তার করতে গিয়ে বাজার ব্যবসায়ীদের বাধার মুখে চেন্নাই পুলিশ।ঘটনার রবিবার দুপুরে বিশালগড় বাজারের এস.কে জুয়েলারিতে।খবর নিয়ে জানা গেছে চড়িলাম আড়ালিয়া এলাকার দুই শ্রমিক একটি বনেদি বাড়িতে প্রায় ৩০ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার চুরি করে চড়িলামের নিজ বাড়ি চলে আসে।চেন্নাই এর ওই পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করার পরিপ্রেক্ষিতে চেন্নাই থেকে পুলিশের একটি টিম আড়ালিয়ায় এসে দুজনকে তুলে নিয়ে যায় চেন্নাই।জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী চুরির সূত্র ধরে রবিবার একটি টিম বিশালগড় স্থিত এস.কে জুয়েলারির মালিক বরুণচন্দ্র কর্মকার সহ কর্মচারীকে তুলে নিয়ে যাওয়ার সময় বাধা দেয় বাজার ব্যবসায়ীরা।ব্যবসায়ীদের বক্তব্য অনুযায়ী উনি তিনবার হার্ট এটাকের রোগী।দ্বিতীয়ত উনি সজ্জন ব্যক্তি হিসাবে বাজারে একটা সুপরিচিতি রয়েছে।উনার কর্মচারী এই চুরি কাণ্ডে জড়িত থাকতে পারে কিন্তু মালিক কোনভাবেই চুরি কান্ডে যুক্ত নয় বলে ব্যবসায়ীদের বক্তব্য।