শুক্রবার বিকালে বিশালগড় টাউন উচ্চ বালিকা বিদ্যালয়ে এক টি.এস.আর জওয়ান নিজ রাইফেল দিয়ে আত্মঘাতী হন।জানা গেছে নিহত জওয়ানের বাড়ি সোনামুড়া মহকুমার গরুরবাণ এলাকায় নাম বাবুল দেবনাথ(৪৫)।জানা গেছে গতকাল ছুটি কাটিয়ে আজ সকালেই বিশালগড়ে ডিউটিত যোগদান করে।জওয়ানের মৃত্যুর খবর শুনে পরিবারের লোকজনরা সন্ধ্যা নাগাদ ঘটনাস্থলে পৌঁছলে নিহত জওয়ানের ছোট ভাই জানান পরিবারের তেমন কোন সমস্যা ছিল না।তবে বেশ কিছুদিন ধরেই অনেকটা গম্ভীর ভাবে চলাফেরা করত বলে লক্ষ্য করেন পরিবারের লোকজনরা।ফলে আজকে এই দুর্ঘটনার ফলে হচকিত হয়ে পড়েন পরিবারের লোকজন ও সহকর্মীরা।পরে আগরতলা থেকে ফরেনসিক টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করে মৃতদেহটি হাসপাতালের মর্গে পাঠান।