শুক্রবার আটদিন ব্যাপী টেপার ইন্টেনসিভ স্কিল ইমপ্রুভমেন্ট প্রোগ্রামের সমাপ্তি হয়ে গেল এক অনুষ্ঠানের মধ্য দিয়ে।গত ১৪ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত গকুলনগর টিএসআর ক্যাম্প সংলগ্ন মাঠে চলে এই প্রশিক্ষণ শিবির।রাবার বোর্ডের ডেপুটি প্রোডাকশন কমিশনার এল অনিতা দেবী ও ফিল্ড অফিসার পার্থ দেবনাথ এই শিবিরের বেনিফিসারিদের ট্রেনিং প্রদান করেন।প্রশিক্ষণ শিবির শেষে শুক্রবার বেনি ফিসারিদের মধ্যে একটি প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়েছে যার মধ্য থেকে তিনজনকে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারে ভূষিত করা হয়েছে এবং প্রত্যেকের হাতেই মানপত্র তুলে দেন এলাকার বিধায়িকা অন্তরা সরকার দেব।এছাড়াও উপস্থিত ছিলেন মৈত্রী রাবার উৎপাদক সমিতির সভাপতি রাজেশ দেব ও বিশিষ্ট সমাজসেবী নন্দলাল দেব।পাশাপাশি এই এলাকার রাবার চাষীরা প্রশিক্ষণ শিবিরের প্রাপ্ত প্রশিক্ষণকে কাজে লাগিয়ে তারা যেন আরও এগিয়ে যেতে পারে এই আশা ব্যক্ত করেন আগত অতিথিরা।